অধ্যক্ষ

প্রায় ১৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ বাংলাদেশ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে এই বিপুল সংখ্যক জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে সাপাহার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

প্রতিষ্ঠাকাল: জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ হতে প্রতিষ্ঠানটিতে একাডেমিক কার্যক্রম চালু হয়েছে বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

অবস্থান: সাপাহার উপজেলা পরিষদ চত্ত্বর হতে ১ কি.মি দূরে সাপাহার-রহনপুর সড়ক সংলগ্ন তাজপুর নামক স্থানে প্রতিষ্ঠানটির দৃষ্টিনন্দন ক্যাম্পাস অবস্থিত।